About Me

My photo
কিছু শব্দ এলোমেলো ঝরতে থাকে বাতাস লাগলে...তারই কিছু কুড়িয়ে নেওয়ার চেষ্টা

Tuesday 23 February 2016

পাগল



মাথা ভরা জটা, উকুনের বসবাস
ঠোট বেয়ে ঝরে ভুলে যাওয়া কোনো খিদে
পাগল বসেছে রাজপথ বরাবর
সাপ লুডো খেলে স্মৃতিগুলো দান দিয়ে|
১৫ অগাস্ট আসে যায় কতবার
দড়িতে ঝোলানো তিনরঙা হাতছানি,
শহীদবেদীতে কাস্তে হাতুড়ি আছে
ছুয়ে ছুয়ে দেখে কোনটা কতটা দামী!
ঢিল ছুড়ে যায় ইস্কুলে পড়া ছেলে
পুরনো ঘায়ে নতুন রক্ত ঝরে
“শালা বান্চোত মুতে দেব তোর মুখে”
ভদ্রলোকেরা ঠোট টিপে হাসি ছারে|
ঘোলাটে দৃষ্টি কোন স্মৃতি দেখে যায়
সুদূর কোন স্পর্শ আচম্বিতে
হাতরিয়ে খোঁজে ভুলে যাওয়া কানাগলি
আবছায়াপথ মিশে যাওয়া শেষ রাতে|
ভুলে যাওয়া এক সংখ্যা আদমশুমারি
পণ্যবাজারে গ্রাহক হবে না যে,
গণ-প্রজা কোনো তন্ত্র ধরেনি হাত
শুধু এক আকাশ মুক্তি পেয়েছে সে!

No comments:

Post a Comment