About Me

My photo
কিছু শব্দ এলোমেলো ঝরতে থাকে বাতাস লাগলে...তারই কিছু কুড়িয়ে নেওয়ার চেষ্টা

Thursday 21 April 2016

তালিবানী কবিতা



Poetry of the Taliban বইটি প্রকাশ পেয়েছে| তালিবান জঙ্গিদের লেখা কিছু কবিতার ইংরেজি অনুবাদ আছে এতে|

সেখানেও কবিতা আছে তবে!
কিন্তু কেমনে বাঁচে সে কবিতা?
সকালে কী খায়?
ঘুমচোখে কার মুখ খোঁজে?
কখন আজান দেয়?
কোন ভাষায় আস-সালাম-আলাইকুম বলে?
লায়লার লাশ কোলে নিয়ে
মজনু কে কী বলে সান্তনা দেয়?
রক্তমাখা শব্দ কোন জলে ধোয়?

এই কটি লাইন লিখে
মধ্যবিত্ত ভীরু কবিতা ভাবতে বসে
যদি সেই তালিবানি পদ্য
নেমে আসে তার বাসার ঘরে
কোন শব্দে ছুঁবে তারে?

আলগা সোহাগের রূপকথা



তেমন কিছুই নয়তো, শুধু
রাজার পেয়াদা ধরেছে হাত|
মেয়ে তুই মিথ্যে বদনাম দিস
সোহাগ ছিল যা অকস্মাত!

সিপাই একটু আদর কেড়েছে
ওটুকু ওদের পাওনা হয়;
দেশের কাজে, দশের কাজে
লাগলি, তবু কষ্ট হয়?

কষ্ট কীসের? ওই চেয়ে দেখ
চারটে বডি- চোখ বোজা;
কালাশনিকভ বজায় রাখছে
শান্তি এবং শৃঙ্খলা!

শ্মশান শান্তি, চোখ বুজে তুই
বন্দনা কর ভারত মার;
তোর মা কেবল অর্ধ-বিধবা
পথ চেয়ে থাকে মানুষটার!

চিয়ার্স



কুড়ি-কুড়ি ক্রিকেট উত্সবের উদ্বোধন মঞ্চে
একে একে জড়ো হচ্ছেন
সল্পবসনা সুন্দরী এবং আকর্ষনীয় পুরুষেরা|
প্রথমেই দেখুন ওই অর্ধ-উলঙ্গ ক্ষীনকটি নারীকে-
এর শিমের মতন ঝুলে থাকা স্তনযুগলের
অবর্ণনীয় সৌন্দর্য্য উপভোগ করুন;
শুকিয়ে যাওয়া স্তনবৃন্তগুলি, যা বিধর্ভের মাটির মতই রসহীন-
জিভের লোনা জল টেনে তার আস্বাদ নিন|
এবারে চোখ রাখুন ভাদ্রজনেরা
এর খোলা পিঠের দিকে-
দেখুন ধু ধু ক্ষেতের মতন নির্লোম চরাচর জুড়ে
কেমন আপনাদের ফ্যান্টাসি খেলে বেড়ায়!
নারীবাদীরা আপনারাও আসুন;
এই খেলা সম্পুর্ণ লিঙ্গ নিরপেক্ষ!
এই খোলা বাজারের অর্ধেক আকাশতো আপনাদেরই!
ওই নির্মেদ পুরুষ শরীরের প্রতিটি পাঁজর গুণে নিন-
দেখুন কি যত্ন করে সাজিয়ে রাখা
ভেঙ্গে আসা শিরদাড়াটি;
এর ঝুকে আসা কাঁধে চরম মুহূর্তের কামড়ের কল্পনা করুন-
আর নিশিন্ত থাকুন| এরা আজ বীজ বপনে সম্পূর্ণ অক্ষম!
লেডিস এন্ড জেন্টলম্যান- জলের অভাবে বিচলিত হবেন না|
রক্তিম পানীয়ের পেয়ালা আকাশের দিকে তুলে ধরুন-
বলুন চিয়ার্স!

Saturday 2 April 2016

মানায় না

মোদ্দা কথাটা প্রথমেই বুঝে নেওয়া ভালো
সবাই কে সব জায়গায় ঠিক মানায় না|
যেমন ধরুন
লুঙ্গি পরে
টলি-ক্লাবের দরজায়-
মানায় না|
আবার ধরুন
ইংরেজি-মিডিয়ামে
“একটু পেচ্ছাব করতে যাব?”-
মানায় না|
ঠিক যেমন
সর্বসান্ত বিজয়বাবুর জন্মদিনে
শাম্পেন খোলা মানায়;
কিন্তু হরিপদ কেরানীর
কাছা খোলা মানায় না|
এখানেই একটু ভুল করে ফেললেন উনি|
পরিশীলিত ধুতি কিংবা গলাবন্ধ,
সংস্কৃতির নন্দন বা চোখা ইংরেজি
তূণে এইসব অস্ত্র থাকলে
যা সব মানিয়ে যায়,
বনিকসভায় ভুল ইংরেজিতে-
মানায় না|