About Me

My photo
কিছু শব্দ এলোমেলো ঝরতে থাকে বাতাস লাগলে...তারই কিছু কুড়িয়ে নেওয়ার চেষ্টা

Monday 22 February 2016

দলিত পাপ



নক্ষত্র ধূলিকণা মাখতে চেয়েছিল ছেলেটি কিন্তু মনুসংহিতায় দীক্ষিত সমাজে যে আকাশেরও সংরক্ষণ চালু আছে!

আত্মহত্যা মহাপাপ
শাস্ত্রে আছে বলা
দলিত ছেলে পাপ করেছে
পূর্ণ ষোলকলা!

বর্ণ ভারত শিক্ষা দিলো
(তাও) আঙুল না কেটে
কৃতজ্ঞায় থাকবি কোথায়
মনুর পা চেটে

সেসব ছেড়ে ভীম কে স্মরণ
পাগল নাকি তুই?
সং আছে বিধান আছে
(শুধু) ভীমের জায়গা নেই!

নায়ক ছিলেন অর্জুন
আর কর্ণ ট্রাজিক হিরো
একলব্য ঠাই পাই নি
(তাই) গলায় দড়ি দিলো!

No comments:

Post a Comment