About Me

My photo
কিছু শব্দ এলোমেলো ঝরতে থাকে বাতাস লাগলে...তারই কিছু কুড়িয়ে নেওয়ার চেষ্টা

Monday, 22 February 2016

যে ছেলে ঘরে ফেরেনি



মুখ ভার করে থাকা টেবিলটা
জানালা দিয়ে অযাচিত এসে পরা
শীত এর শেষ রোদটুকুর
ছোয়া নিচ্ছে|
বইয়ের তাক এ এক কণা ধুলো লেগে নেই
রোজ মা যত্ন করে প্রতিটা বই
মুছে রাখে
যেন সে হঠাৎ করে এসে পরে
বুক এর তলায় বালিশ নিয়ে
পড়তে বসবে যেমন বসত রোজ|
হাপানি আছে ছেলেটার
বুকে কফ জমে যেত
নিশ্বাস নিতে পারত না
তাও অবেলায় বেরিয়ে পড়ত
যখন ই ডাক আসত |
“ওরা বসে আছে মা
আজ আমাদের rally বেরোবে
পুলিশ এখনো আক্রম কে ছাড়েনি
বাড়ি র লোকের সাথে কথা বলতে দিছে না
আমায় যেতে হবে মা |”
গেলে ফিরে আসত
দিনের দিন হোক
বা সপ্তাহ খানেক পরে|
এবারও নিশ্চই ফিরবে
শুধু বছর ঘুরে গাছে এই যা....

No comments:

Post a Comment