About Me

My photo
কিছু শব্দ এলোমেলো ঝরতে থাকে বাতাস লাগলে...তারই কিছু কুড়িয়ে নেওয়ার চেষ্টা

Saturday, 27 February 2016

শুড়িখানা



ভাঙ্গা বোতল কুড়িয়ে নেওয়া মেঘ
ঘুলিয়ে যাওয়া দিনের অবশেষ
আর এক পাইট, সস্তা শুড়িখানা
অল্প দামে বিস্মৃতিটা কেনা!

চড়া মেকআপ, বক্ষবিভাজিকা
এই আসরের উর্বশী মেনকা
ছুড়ে দেওয়া রঙ্গিন রঙ্গিন নোট
চড়ছে প্রেম অল্প আদর হোক|

চড়ছে গলাও, চলছে হঠাৎ হাত-
বন্ধুতা-শত্রুতা অকস্মাত
মিলছে সবই নামমাত্র দামে;
আসর জুড়ে চৈত্রসেল নামে!

নিশীথ রাত্রি রঙিন শুড়িখানা
প্রতি রাতেই নতুন মরণ জানা|
সকাল হলেই আবার বাঁচতে চাওয়া
(তবু) ঘর খুঁজতে শুড়িখানায় যাওয়া!

No comments:

Post a Comment