About Me

My photo
কিছু শব্দ এলোমেলো ঝরতে থাকে বাতাস লাগলে...তারই কিছু কুড়িয়ে নেওয়ার চেষ্টা

Tuesday, 23 February 2016

দ্রোহকাল

দামাল রক্তে সিধু-কানহু সাড়া দেয়
ব্যারিকেড-এ নাম তিতুমির তিতুমির
দেশ কাল জাতি ক্ষুদ্র পরিচয়
“বল বীর বল উন্নত মম শির”|

দেশপ্রেমের মজুরেরা সিয়াচেনে
স্নাইপার হাতে দেশের শত্রু খোঁজে
রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ যুদ্ধ খেলা
পণ্যগুলো বেচা হবে তারই মাঝে!

জলাজঙ্গল উজার, পাহাড়ে মাইন
sensex আর জিডিপি দখলদার
গ্রামে গ্রামে শুধু চাষীরা দড়িতে ঝোলে
শ্রেষ্ঠী-র তালে নেচে চলে সরকার!

তবু মাটি আজও কবিরের নামে বাঁচে
লালনের সুরে বিদ্রোহ গান গায়
শাসকের বুটে পিষে যাওয়া ভালবাসা
নতুন সকালে প্রেয়সীর ঠোট ছোয় |

No comments:

Post a Comment