About Me

My photo
কিছু শব্দ এলোমেলো ঝরতে থাকে বাতাস লাগলে...তারই কিছু কুড়িয়ে নেওয়ার চেষ্টা

Monday, 22 February 2016

সব কষ্টের নাম হয়না



সব কষ্টের নাম হয়না
ঝলকে ওঠা হঠাৎ হাসি
সকলসময় চোখ ছোঁয় না

শীতের বেলার শেষের আলো
খিরকি পথে উঁকিঝুঁকি
চেয়ার টেবিল তক্তপোশে
সকলসময় পথ পায় না

অঝোরধারা বৃষ্টি ফোঁটা
একচিলতে ব্যালকনিতে
সাতশো মতন square feet র
সমস্তটা পাপ ধোয়না

স্বইচ্ছেতে পরবাসে
আপন শর্তে জীবন যাপন
তুলোর মতন পালঙ্কতে
ইচ্ছেমতন ঘুম আসে না
সব কষ্টের নাম হয় না

No comments:

Post a Comment