About Me

My photo
কিছু শব্দ এলোমেলো ঝরতে থাকে বাতাস লাগলে...তারই কিছু কুড়িয়ে নেওয়ার চেষ্টা

Monday 22 February 2016

বানভাসি



একটা গোটা জনপদ ভেসে যাচ্ছে|
কিছু লাশ ফুলে পচে;
ভেসে যাচ্ছে কুকুর বেড়াল,
একটি গরু – এখনো তার গলায় গাঁদার মালা অবশেষটুকু
কপালে গেরুয়া টিপ|

মেয়েটি গলায় দড়ি দিয়েছিল result বেরোবার আগে
সেই result ও ভেসে যাচ্ছে|
আর সেই ছেলেটা – প্রেমে ব্যর্থ হোয়ে
ঝাপ দেবে ভেবেছিল
একটা লাম্পপস্ট প্রাণপণে ধরে আছে|

মন্দিরের বিগ্রহ ভেসে গেছে-
পূজাবেদী তে আশ্রয় নিয়েছে কিছু আধ-নাংটা মানুষ
যাদের একজন কোনদিন মন্দির এ ঢুকবে না ভেবেছিল
আর কেউ- যাকে কোনদিন ঢুকতে দেওয়া হয়নি|

বোমার মশলা ধুয়ে গেছে
মজুদ শস্য ভেসে গেছে
রঙ্গিন রঙ্গিন নোট আছে চকচকে প্লাষ্টিক কার্ড আছে
খাবার ভেসে গেছে|

ভারী বুটের শব্দ নেমে এসেছে শহরে
ট্রিগার এ ঘষে ঘষে কড়া পড়া আঙুল
একট শিশুর আঙুল ধরছে
সমস্ত শিখে নেওয়া গোপন interrogation টেকনিক
ধুয়ে যাচ্ছে|

রাজপথে একটি মানুষ ভেসে যাবে
হটাত কিছু শরীর বেধে নিচ্ছে
হাতে হাতে স্নায়ুতে স্নায়ুতে
ব্যারিকেড গড়ে উঠছে|

No comments:

Post a Comment