About Me

My photo
কিছু শব্দ এলোমেলো ঝরতে থাকে বাতাস লাগলে...তারই কিছু কুড়িয়ে নেওয়ার চেষ্টা

Wednesday 2 March 2016

কবিতার ক্লাস

চুনচটা ওয়াল
একফালি খাট;
এককোণে ফোন
খড়খড়ি ফাঁক|


আরো ছিল অনেক কিছু
আনলায় গামছা ছিল
খাটের তলায় গুপ্তধন ছিল
এন্টেনাতে কাক ছিল
ক্রিং ক্রিং ক্রিং ডাক ছিল...

গ্রীষ্ম দুপুর
চিলেকোঠা কোণ
ঝলসানো ছাদ
মন আনচান!
ছাদে দাড়িয়ে ছেলেটা দেখত
প্রতিটা জানলায় কেমন রঙ্গিন টিভি চলে
যেন তার জন্য কেউ সিনেমা চালিয়ে রেখেছে চারদিকে
তারপর ঝুপ করে যেন অন্ধকার নামত
ছাদ জুড়ে|

ইস্কুল বাড়ি
চেনা চেনা মুখ;
কাধে রাখা হাত-
অচেনা অসুখ!

আকাশী রঙের ক্লাসরুম জুড়ে
বড় মায়া ছিল|
জীবন কি সুন্দর...
মানুষ কি সুন্দর....
আঙ্গুলে আঙুল ছুলেই রামধনুর জন্ম হয়!

(তারপর আর কি... কবিতার ক্লাস ফুরোয়| আমরা বড় হই|)

No comments:

Post a Comment