৫টা ৫-এর কৃষ্ণনগর-
আমায় দুটো শব্দ দাও|
থেবড়ে বসা নাংটা পাগল-
আমায় দুটো শব্দ দাও|
ডি.কে. লোধ আর গোপন ব্যাধি-
আমায় দুটো শব্দ দাও|
শিকড়-বাকড় মহৌষধি-
আমায় দুটো শব্দ দাও|
শিকনিমাখা টলমল পা-
আমায় দুটো শব্দ দাও|
পথের ধারের ভাতের চুলা-
আমায় দুটো শব্দ দাও|
রোজ রাতেতে বিক্রি যারা-
আমায় দুটো শব্দ দাও|
বক্ষযুগল পেজ-৩ জোড়া-
আমায় দুটো শব্দ দাও|
চাঁদার খাতা, ভোটের বাঁশি-
আমায় দুটো শব্দ দাও|
ইসকি মা কি... , উসকি মা কি...
আমায় দুটো শব্দ দাও|
আমায় দুটো শব্দ দাও|
থেবড়ে বসা নাংটা পাগল-
আমায় দুটো শব্দ দাও|
ডি.কে. লোধ আর গোপন ব্যাধি-
আমায় দুটো শব্দ দাও|
শিকড়-বাকড় মহৌষধি-
আমায় দুটো শব্দ দাও|
শিকনিমাখা টলমল পা-
আমায় দুটো শব্দ দাও|
পথের ধারের ভাতের চুলা-
আমায় দুটো শব্দ দাও|
রোজ রাতেতে বিক্রি যারা-
আমায় দুটো শব্দ দাও|
বক্ষযুগল পেজ-৩ জোড়া-
আমায় দুটো শব্দ দাও|
চাঁদার খাতা, ভোটের বাঁশি-
আমায় দুটো শব্দ দাও|
ইসকি মা কি... , উসকি মা কি...
আমায় দুটো শব্দ দাও|
No comments:
Post a Comment