About Me

My photo
কিছু শব্দ এলোমেলো ঝরতে থাকে বাতাস লাগলে...তারই কিছু কুড়িয়ে নেওয়ার চেষ্টা

Saturday, 26 March 2016

নিশাচর



গভীর রাত্রি দুজন সখা-
নিয়ন আলো, বিষন্নতা|

সব রাত আদরের নয়...
সব রাত নিদ্রার নয়...
সব রাত শান্তির নয়...
যখন অন্ধকার তার সবটুকু কালো নিয়ে
নেমে আসে কলকাতার রাজপথে;
যখন ক্লান্ত মানুষ দু হাত দিয়ে প্রহর হাতড়ায়
এক ফোঁটা বিস্মরণের খোঁজে|

থমকে থাকা ঘড়ির কাঁটা
সময় তখন অসুস্থতা!

সে সব রাতে সময় অনন্ত হয়
পাপেও অরুচি আসে...
রাজপথ জোড়া হোর্ডিং
শিকার খুঁজতে বেরোয়!
রক্তের লোনা স্বাদ মেখে থাকে
গৃহস্থের বালিশে চাদরে|

আদিম চাঁদ- রক্তমাখা
শহর জোড়া কবর পাতা!

No comments:

Post a Comment