About Me

My photo
কিছু শব্দ এলোমেলো ঝরতে থাকে বাতাস লাগলে...তারই কিছু কুড়িয়ে নেওয়ার চেষ্টা

Thursday 21 April 2016

তালিবানী কবিতা



Poetry of the Taliban বইটি প্রকাশ পেয়েছে| তালিবান জঙ্গিদের লেখা কিছু কবিতার ইংরেজি অনুবাদ আছে এতে|

সেখানেও কবিতা আছে তবে!
কিন্তু কেমনে বাঁচে সে কবিতা?
সকালে কী খায়?
ঘুমচোখে কার মুখ খোঁজে?
কখন আজান দেয়?
কোন ভাষায় আস-সালাম-আলাইকুম বলে?
লায়লার লাশ কোলে নিয়ে
মজনু কে কী বলে সান্তনা দেয়?
রক্তমাখা শব্দ কোন জলে ধোয়?

এই কটি লাইন লিখে
মধ্যবিত্ত ভীরু কবিতা ভাবতে বসে
যদি সেই তালিবানি পদ্য
নেমে আসে তার বাসার ঘরে
কোন শব্দে ছুঁবে তারে?

No comments:

Post a Comment