About Me

My photo
কিছু শব্দ এলোমেলো ঝরতে থাকে বাতাস লাগলে...তারই কিছু কুড়িয়ে নেওয়ার চেষ্টা

Thursday 21 April 2016

আলগা সোহাগের রূপকথা



তেমন কিছুই নয়তো, শুধু
রাজার পেয়াদা ধরেছে হাত|
মেয়ে তুই মিথ্যে বদনাম দিস
সোহাগ ছিল যা অকস্মাত!

সিপাই একটু আদর কেড়েছে
ওটুকু ওদের পাওনা হয়;
দেশের কাজে, দশের কাজে
লাগলি, তবু কষ্ট হয়?

কষ্ট কীসের? ওই চেয়ে দেখ
চারটে বডি- চোখ বোজা;
কালাশনিকভ বজায় রাখছে
শান্তি এবং শৃঙ্খলা!

শ্মশান শান্তি, চোখ বুজে তুই
বন্দনা কর ভারত মার;
তোর মা কেবল অর্ধ-বিধবা
পথ চেয়ে থাকে মানুষটার!

No comments:

Post a Comment