About Me

My photo
কিছু শব্দ এলোমেলো ঝরতে থাকে বাতাস লাগলে...তারই কিছু কুড়িয়ে নেওয়ার চেষ্টা

Saturday 2 April 2016

মানায় না

মোদ্দা কথাটা প্রথমেই বুঝে নেওয়া ভালো
সবাই কে সব জায়গায় ঠিক মানায় না|
যেমন ধরুন
লুঙ্গি পরে
টলি-ক্লাবের দরজায়-
মানায় না|
আবার ধরুন
ইংরেজি-মিডিয়ামে
“একটু পেচ্ছাব করতে যাব?”-
মানায় না|
ঠিক যেমন
সর্বসান্ত বিজয়বাবুর জন্মদিনে
শাম্পেন খোলা মানায়;
কিন্তু হরিপদ কেরানীর
কাছা খোলা মানায় না|
এখানেই একটু ভুল করে ফেললেন উনি|
পরিশীলিত ধুতি কিংবা গলাবন্ধ,
সংস্কৃতির নন্দন বা চোখা ইংরেজি
তূণে এইসব অস্ত্র থাকলে
যা সব মানিয়ে যায়,
বনিকসভায় ভুল ইংরেজিতে-
মানায় না|

No comments:

Post a Comment